
বিরাট কোহলি ও রোহিম শর্মার জোড়া হাফ সেঞ্চুরীতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম ম্যাচে আয়েশি জয় পেল ভারত। এ জয়ের ফলে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল সাবেক এ চ্যাম্পিয়নরা। রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের করা ১২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ২ বল ও ৭ উইকেট হাতে রেখেই সহজ জয় পায় ভারত। শিখর দেওয়ান শুরুতেই বাদ্রির বলে আউট হলেও রোহিত শর্মা ও কোহলি দলকে নিয়ে যান জয়ের বন্দরে। কোহলি ব্যক্তিগত ৫৪ রানে রাসেলের বলে আউট হলেও ৬২ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা। আর মাঝখানে লেবেল স্কোরে ১০ রান করে স্যামুয়েল্সের বলে আউট হন যুবরাজ সিং। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজ গেইল ও ডোয়াই স্মিথের মতো হার্ড হিটার ব্যাটস ম্যানরা ব্যাট করতে আসলেও ভারতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ১০ ওভারে মাত্র ৪৫ রান তুলতে সক্ষম হয় তারা। ভারতের লেগ স্পিনার অমিত মিশ্রা আবারও নিজেকে মেলে ধরেছেন। ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। খরুচে বোলার রবীন্দ্র জাদেজা ৩ উইকেট পেয়েছেন ৪৮ রান দিয়ে। ভারতীয় বাকী বোলারদেরও নিয়ন্ত্রিত বোলিংয়ের ফলে বড় স্কোর গড়তে পারেনি তারা ওয়েস্ট ইন্ডিজ। দলীয় সর্বোচ্চ রান ক্রিস গেইলের (৩৪)। বিধ্বংসী এই ব্যাটসম্যান রান আউট হয়েছেন। এছাড়া লেন্ডল সিমন্স সংগ্রহ করেছেন ২৭ রান। এদিকে আজকের ম্যাচে জয় লাভের ফলে পরপর দু’ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এগিয়ে গেল দলটি। আর প্রথম ম্যাচে হেরে কিছুটা ব্যাকপুটে চলে গেল বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এইউ নয়ন