ওয়াকা ওয়াকার পর এবার লা লা লা

Shakiraআফ্রিকার ফুটবল বিশ্বকাপে ওয়াকা ওয়াকা গানটি গেয়ে সারা বিশ্বে নতুন ভক্ত বাড়িয়েছিলেন কয়েক’শ কোটি। আফ্রিকার মাঠে ওই গান গাওয়ার পরে বাংলাদেশের ছেলে-বুড়ো সবার মুখেই গানটি ছিলো বেশ কিছুদিন।এবার ব্রাজিলের বিশ্বকাপ আসরের আগে আরএকটি গান গাইছেন শাকিরা। `লা লা লা` শিরোনামের গানটি তিনিই লিখেছেন। ইউটিউবেও শোনা যাচ্ছে গানটি।

এদিকে জেনিফার লোপেজের-পিটবুলরা ব্রাজিল বিশ্বকাপের প্রথম থিম সঙ ইতোমধ্যে আত্মপ্রকাশ করেছে। তবে  `ইউ আর ওয়ান` শিরোনামের ওই গানটি শাকিরার ওয়াকা-ওয়াকা জনপ্রিয়তার কাছাকাছিও যেতে পারেনি। তাই আবার ফিরলেন শাকিরা। গাইলেন `লা লা লা…`

৩৭ বছরের এই কলম্বিয়ান পপ তারকা নিজের এই গান নিজেই লিখেছেন। এই গানের ভিডিওতে আছেন শাকিরার ছেলেও। শাকিরার এই গানটি তার অ্যালবাম `ক্যান নট রেমেম্বার টু ফরগ্যাট ইউ এর।

ভিডিও দেখুন নিচে