হিলিতে ট্রাক্টরের চাপায় এক শিশু নিহত

  • Emad Buppy
  • March 23, 2014
  • Comments Off on হিলিতে ট্রাক্টরের চাপায় এক শিশু নিহত
hili

hiliহাকিমপুর উপজেলায় হিলির সাতকুড়ি রেলগেট এলাকায় রাস্তা পার হতে গিয়ে বালুর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিপন হোসেন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার রাত ৮টার দিকে সাতকুড়ি রেলগেটের ১৫০ গজ পশ্চিমে গোহাড়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন হোসেন হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া গ্রামের মনি হোসেনের ছেলে এবং ডলি মডেল প্রি-ক্যাডেট স্কুলের ২য় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিপন সাতকুড়ি রেলগেট বাজার থেকে তার বাড়ি ফেরার সময় রাস্তা পার হচ্ছিল। এ সময় হিলি থেকে মংলাগামী একটি বালির ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা এসএম আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।