সোমবার স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি

  • mukto rani
  • March 23, 2014
  • Comments Off on সোমবার স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি

Lafarge supercrete- Barger Banladesh-bangladeshরেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। কোম্পানি দুইটি হচ্ছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড। আগামিকাল সোমবার স্পট মার্কেটে শুরু হচ্ছে এই দুই কোম্পানির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এর মধ্যে লাফার্জ সুরমা সিমেন্টের আগামি ২৪ মার্চ, সোমবার থেকে ৬ এপ্রিল, রোববার পর্যন্ত স্পট মার্কেটে ব্লক/অডলটে এই কোম্পানির শেয়ার লেনদেন হবে। এই কোম্পানির রেকর্ড ডেট থাকায় আগামি ৭ এপ্রিল শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

আর বার্জার পেইন্টসের আগামি ২৪ মার্চ, সোমবার থেকে ২৭ মার্চ, বৃহস্পতিবার পর্যন্ত স্পট মার্কেটে ব্লক/অডলটে এই কোম্পানির শেয়ার লেনদেন হবে। কোম্পানির রেকর্ড ডেট থাকায় ৩০ মার্চ এই শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

অর্থসূচক/এমআরবি/