সূচকের উঠা-নামায় চলছে লেনদেন

DSE-CSEঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূচকের উঠা-নামায় চলছে লেনদেন। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনের শুরুতে সূচক কমে যায়। এরপর আবার বাড়তে থাকে। তারপর আবার পরে যায় সূচক। শেষ পর্যন্ত বেলা ১২ টা পর্যন্ত ২ পয়েন্ট বেড়ে যায় ডিএসই প্রধান সূচক।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)ডিএসইএক্স বা প্রধান সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৬১ পয়েন্টে। আর ডিএসইএস সূচক দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯০ পয়েন্টে। এসময়ে ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৩৩ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৭৪ কোটি ৮১ লাখ টাকার।লেনদেন হয়েছে ২৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৭টির কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই)সব ধরণের সূচক এই সময়ে বেড়েছে। সার্বিক সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১০১ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

অর্থসূচক/এমআরবি/