
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে সংসদ অধিবেশন থেকে ওয়াক আউট করলো প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। দশম সংসদে জাতীয় পার্টির এটাই প্রথম ওয়াকআউট।
রোববার অধিবেশন শুরুর পরেই বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির সংসদ সদস্যরা।
ওয়াক আউটের দশ মিনিট পরেই অধিবেশনে আবারো যোগদান করে জাতীয় পার্টির সদস্যরা।
রোববার অধিবেশন শুরুর পরপরই বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নেন। এসময় তিনি বিদ্যুতের দাম বাড়ানোর সমালোচনা করে বলেন, “সরকারের জনস্বার্থবিরোধী এই সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় পার্টি আজ সংসদ থেকে ওয়াক আউট করছে।”