রাজৈরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

madaripur

madaripur_SK001মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে তন্বী বালা (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসী, পারিবারিক ও পুলিশ সূত্রে জানায়, রোববার সকালে দক্ষিণপাড়া গ্রামের আশিষ বালার স্ত্রী তন্বী বালাকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেওয়া হয়। রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

রাজৈর থানার এসআই জসিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি আত্মহত্যা না হত্যা খতিয়ে দেখছে পুলিশ।

এএসএ/সাকি