
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনে ভোট চলাকালে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছে। রোববার সকালে উপজেলার ১৩ নম্বর টেঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিএনপি সমর্থিত এবং একই দলের বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় দু’পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে কেন্দ্রটিতে সকাল পৌনে ৯টা থেকে সোয়া ৯টা পর্যন্ত আধঘণ্টা ভোটগ্রহণ স্থগিত থাকে।
ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার নুরুল ইসলাম জানান, জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে আজ সকাল পৌনে ৯টার দিকে বিএনপি সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. ইসহাক ও একই দলের বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান আসাদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে।
তিনি আরও জানান, সেনাবাহিনী, র্যাব ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল সোয়া ৯টার দিকে ভোটগ্রহণ পুনরায় শুরু হয়।