
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের খেলায় টসে হেরে ব্যাটিং করতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে খেলাটি শুরু হয়।
ব্যাট করতে নেমেছে ক্রিস গেইল ও স্মিথ। বল করছে ভূবেনশ্বর কুমার ও মোহাম্মদ সামী।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের ৪ রান ।
আরও ব্যাট করবেন যারাঃ স্যামুয়েলস, সিমন্স, ব্রাভো, রামদিন, স্যামি, রাসেল, নারায়ন, ভদ্রী এবং সন্তকি।
ভারত দলে যারা খেলছেঃ শরমা, ডাওয়ান, রায়না, যুবরাজ, কোহলী, ধনী আশ্বীন,জাদেজা, মিশরা, কুমার এবং সামি।