গিনিতে মহামারীর জন্য দায়ী ইবোলা ভাইরাস

  • syed baker
  • March 23, 2014
  • Comments Off on গিনিতে মহামারীর জন্য দায়ী ইবোলা ভাইরাস
virus2

virus2সাম্প্রতিক সময়ে গিনিতে অজ্ঞাত জ্বরে মারা গেছে কমপক্ষে ৬০ জন লোক। জ্বরে এত মৃত্যুর ঘটনা আগে কখনও ঘটেনি। আর এর জন্য ইবোলা নামের একটি ভাইরাসকে দায়ী করেছেন চিকিৎসা বিজ্ঞানীরা। খবর বিবিসি ও সিএনএন নিউজের।

গত মাসের শুরু থেকে এ ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এর কোন প্রতিষেধক আবিষ্কার হয়নি বলে জানিয়েছে গিনি কর্তৃপক্ষ।

গিনির স্বাস্থ্যমন্ত্রণালয়ের রোগ প্রতিরোধ বিভাগের প্রধান ডা. সাকোবা কিটা জানান, এ ভাইরাসটি পরীক্ষা করে এর কয়েকটি চিহ্ন পাওয়া গেছে। তিনি বলেন, রহস্যময় এ ভাইরাস জ্বরে রক্তপাত, ডায়রিয়া ও বমি হওয়ার মত ঘটনা ঘটে।

আর এ ভাইরাসটি  শিম্পাঞ্জি, বানর, বাদুর, গরিলা প্রভৃতির মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে বলে জানান তিনি। এর আগে ভাইরাস জ্বরে এতগুলো মানুষের মৃত্যুর ঘটনা গিনিতে আগে কখনও ঘটেনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ইবোলা ভাইরাসটি মধ্য এবং পশ্চিম আফ্রিকার প্রান্তীয় এলাকাগুলোতে বেশি ছড়িয়ে পড়ছে। তবে বর্তমানে উগান্ডা, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান, গ্যাবন এবং কঙ্গোতেও এটি ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে সংস্থাটি।