খুলনার তেরখাদায় বিএনপির নির্বাচন বর্জন, সোমবার হরতাল

  • Emad Buppy
  • March 23, 2014
  • Comments Off on খুলনার তেরখাদায় বিএনপির নির্বাচন বর্জন, সোমবার হরতাল
khulna

khulnaখুলনার তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ১৯ দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মেজবাউল আলম (আনারস)।

সরকারি দল সমর্থিত প্রার্থী কর্তৃক কেন্দ্র দখল, জাল ভোট এবং প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগে তিনি এ ঘোষণা দেন।

রোববার দুপুর ১২টায় তেরখাদায় নিজের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে মেজবাউল আলম বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর সন্ত্রাসীরা (দোয়াত কলম) সকাল ১১টার মধ্যেই ৩৬টি কেন্দ্রের মধ্যে ১৯টি কেন্দ্র দখল করে ব্যাপক হারে জাল ভোট দেন। এ সব কেন্দ্রের শতকরা একশ ভাগ ভোটই সরকারি দল সমর্থিত প্রার্থীর পক্ষে নেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, এ সব ঘটনা চলার সময় প্রশাসনের সহায়তা চেয়েও পাওয়া যায়নি। এমনকি আমার পোলিং এজেন্টদের মারধর করে এবং ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়া হলেও পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নীরব ভূমিকা পালন করে।

এদিকে, ভোট জালিয়াতি এবং কেন্দ্র দখলের প্রতিবাদে সোমবার তেরখাদায় সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে ১৯ দলীয় জোট।