
খুলনার তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ১৯ দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মেজবাউল আলম (আনারস)।
সরকারি দল সমর্থিত প্রার্থী কর্তৃক কেন্দ্র দখল, জাল ভোট এবং প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগে তিনি এ ঘোষণা দেন।
রোববার দুপুর ১২টায় তেরখাদায় নিজের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে মেজবাউল আলম বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর সন্ত্রাসীরা (দোয়াত কলম) সকাল ১১টার মধ্যেই ৩৬টি কেন্দ্রের মধ্যে ১৯টি কেন্দ্র দখল করে ব্যাপক হারে জাল ভোট দেন। এ সব কেন্দ্রের শতকরা একশ ভাগ ভোটই সরকারি দল সমর্থিত প্রার্থীর পক্ষে নেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, এ সব ঘটনা চলার সময় প্রশাসনের সহায়তা চেয়েও পাওয়া যায়নি। এমনকি আমার পোলিং এজেন্টদের মারধর করে এবং ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেয়া হলেও পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নীরব ভূমিকা পালন করে।
এদিকে, ভোট জালিয়াতি এবং কেন্দ্র দখলের প্রতিবাদে সোমবার তেরখাদায় সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে ১৯ দলীয় জোট।