কর্মসূচি দিয়ে উধাও হল উদ্ধার সংগ্রাম পরিষদ!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

juজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত হল উদ্ধার,  নতুন হল নির্মাণ, ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা অপসারণ ও ছাত্র সংগ্রাম পরিষদের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আজ রোববার পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় অবরোধের কর্মসূচি ঘোষণা করে মাঠে নেই হল উদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা।

গত বৃহস্পতিবার ক্যাম্পাসে এক বিক্ষোভ সমাবেশ শেষে এই কর্মসূচি ঘোষণা করেছিল তারা।

আজ রোববার বেলা ১১টার দিকে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রায়সাহেব বাজার মোড় অবরোধ করার ঘোষণা দিয়েছিল হল উদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদ। তবে এই কর্মসূচি দিয়ে তা পালনের জন্য হল উদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি।

এ বিষয়ে ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক ও শাখা ছাত্রলীগের সভাপতি এফ এম শরীফুল ইসলাম এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এমআই/সাকি