ইসলামী ব্যাংকের বন্ডে ১২.৮% মুনাফা ঘোষণা

Islami bank perpitual bond dividend

Islami bank perpitual bond dividendপুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক পারপিচুয়াল বন্ডের মুনাফা তথা লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য বন্ডহোল্ডাররা ১২ দশমিক ৮ শতাংশ হারে লভ্যাংশ পাবেন।

শনিবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। আগামি ৩ এপ্রিল এর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। এ সময় পর্যন্ত যাদের কাছে বন্ড থাকবে তারা এ লভ্যাংশ পাবেন। আগামি ৩১ মে অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভার (এজিএম) পরবর্তী ৩০ দিনের মধ্যে বন্ডধারীদের মধ্যে এ লভ্যাংশ বন্টন করা হবে।

ব্যাংক সূত্রে জানা গেছে, ৮ বছর মেয়াদী সঞ্চয়ী বন্ডের মুনাফার হারের সঙ্গে ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত লভ্যাংশের ১০ ভাগ যোগ করে বন্ডের মুনাফা নির্ধারণ করা হয়েছে। আট বছর মেয়াদী বন্ডের মুনাফার হার ১১ শতাংশ। অন্যদিকে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর ১০ শতাংশ হচ্ছে ১ দশমিক ৮। এ দুটি মিলিয়ে পারপিচুয়াল বন্ডের লভ্যাংশ ১২ দশমিক ৮ শতাংশ হয়েছে।