
১৬৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা। খেলের শুরুতেই দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নামেন হাসিম আমলা ও ডি কুক। কিন্তু খেলার শুরুতেই দক্ষিণ আফ্রিকা ১ উইকেট হারায় (ডি কুক)। তারা ৬ ওভার ৪ বল খেলে ৪১ রান সংগ্রহ করে।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে মোট ১৬৫ রান করেছে। এর মধ্যে কৌশল পেরেরা (৬১) ও অ্যাঞ্জেলো ম্যাথুস (৪৩) রান করেছে।
এদিকে, দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির ২৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। অপরদিকে ২টি করে উইকেট নিয়েছেন ডেল স্টেইন ও মরনে মরকেলের।
শ্রীলঙ্কা দল: তিলকরত্নে দিলশান, কৌশল পেরেরা, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, সচিত্র সেনানায়েকে, লাসিথ মালিঙ্গা ও অজন্তা মেন্ডিস।
দক্ষিণ আফ্রিকা দল: হাশিম আমলা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, এবি ডিভিলিয়ার্স (অধিনায়ক), ডেভিড মিলার, ফারহান বাহারদিয়ান, আলবি মরকেল, ডেল স্টেইন, লনওয়াবো তোসসোবে, ইমরান তাহির ও মরনে মরকেল।