
সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ২১ জন প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করেছে উপজেরা নির্বাচন কমিশন।
শনিবার সকাল ৯টার দিকে কলোরোয়া উপজেলা নির্বাচন অফিসার বেনজীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রিজাইডিং অফিসার প্রত্যাহার কর্মকর্তাদের মধ্যে অনেকে শিক্ষক ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা রয়েছেন। উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ওই কেন্দ্রগুলো ঝুকিপূর্ণ বলেও জানান তিনি।
বেনজীর জানান, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে ৬৭টি কেন্দ্রের জন্য ৬৭ জন প্রশিক্ষিত প্রিজাইডিং অফিসার, ৪৫২ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৯০৪ জন পোলিং অফিসারের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে রোববার কলারোয়াসহ ৯১টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।
কলারোয়া উপজেলায় মোট ভোটার ১ লাখ ৬৪ হাজার ৫৪৪ জন। এদের মধ্যে ৮০ হাজার ৭৭৫ জন পুরুষ ও ৮৩ হাজার ৭৬৯ জন নারী।
এসএসআর/এএস