
নির্বাচন কেন্দ্রিক সহিংসতা রোধে সেনাবাহিনীকে চিঠি দিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ। শনিবার নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মোবারক।
চিঠিতে সিইসি সহিংসতার জন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকাকে দায়ী করে বলেন,‘উপজেলা নির্বাচনে রাজনৈতিক দলের সম্পৃক্ত থাকার কথা নয়। দলগুলোর প্রধান কার্যালয় থেকে প্রার্থীকে উত্সাহ দেওয়া হচ্ছে। এজন্য সহিংসতা হচ্ছে।’
চিঠিতে আগামি নির্বাচনগুলো সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন। এছাড়া তিনি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের কঠোর হওয়ার নির্দেশ দেন।
আগামিকাল রোববার দেশের ৪১ জেলার ৯১ টি উপজেলায় চতুর্থ দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, চতুর্থ উপজেলা নির্বাচন দফায় দফায় আয়োজনের সিদ্ধান্ত নেয় কমিশন। প্রথম দফার নির্বাচন সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হয়। এরপরে নির্বাচনকে ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ে।