মরুভূমির দেশে বাসন্তী ফুলের মেলা

  • syed baker
  • March 22, 2014
  • Comments Off on মরুভূমির দেশে বাসন্তী ফুলের মেলা
Spring festival

Spring festivalফুলে ফুলে সুবাসিত পরিবেশ মুখরিত মানুষের কলতানে। মনে হবে যেন চারিদিকে সুন্দরের আগুন লেগে আছে। যেদিকে তাকাই চোখ আর সরাতে চায় না অভিভূত মন। এ যেন এক অন্য রকম অনুভূতি। মরুভূমির দেশ সৌদি আরবের কিং আবদুল্লাহ মালেক পার্কে এই দৃশ্য দেখে মুগ্ধ দেশ-বিদেশের হাজারো দর্শনার্থী। খবর আরব নিউজের।

বসন্ত উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এ উৎসবে ৬ লাখ ৬০ হাজারেরও বেশি প্রাকৃতিক ফুল প্রদর্শিত হচ্ছে। আরও রয়েছে সৌন্দর্য বর্ধনকারী উদ্ভিদসহ বিভিন্ন ডিজাইনের, প্রাকৃতিক দৃশ্য নির্মাণের উদ্ভিদগুলিও প্রদর্শিত হচ্ছে। এছাড়াও এখানে সৌদি আরবের প্রাণী ও পশুপাখিও প্রদর্শিত হচ্ছে।

আরব নিউজ জানায়, দেশ-বিদেশের দর্শনার্থীদের আকৃষ্ট করার পাশাপাশি দেশের সম্পদ, প্রকৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতেই এ প্রদর্শনীর আয়োজন করেছে সৌদি আরবের পর্যটন ও পুরাতত্ত্ব বিভাগের কমিশন (এসসিটিএ)। বৃহস্পতিবার শুরু হওয়া এ প্রদর্শনী চলবে টানা ১০ দিন পর্যন্ত।

বসন্ত উৎসবে শুধু সৌদি দর্শনার্থীরাই নয়, বরং ফিলিপাইন, ভারত, মিশর ও জর্ডানের  দর্শনার্থীরাও এসেছেন। ফিলিপাইনের সেবিকা মারিয়া সান্তোস বলেছিলেন, এত বড় একটা ফুলের প্রদর্শনী দেখে আমি সত্যিই অভিভূত। এটি সত্যিই অনেক মজার।

সৌদি সরকার জানিয়েছে, সবাই যাতে এ প্রদর্শনীতে আসতে পারে এজন্য সৌদির স্কুলগুলোর মধ্য সেমিস্টারের বিরতিতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তবে এ প্রদর্শনী প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত এগারটা পর্যন্ত চলছে বলেও তারা জানিয়েছেন।