‘ভারতের পানি প্রত্যাহারের কারণে তিস্তার পানি শূন্য’

  • Emad Buppy
  • March 22, 2014
  • Comments Off on ‘ভারতের পানি প্রত্যাহারের কারণে তিস্তার পানি শূন্য’
manobbandon

manobbandonএকতরফাভাবে ভারতের পানি প্রত্যাহারের কারণে তিস্তা নদী এখন পানি শূন্য হয়ে পড়েছে বলে দাবি করেন তিস্তা নদী রক্ষা সংগ্রাম কমিটির নেতারা।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে তিস্তা নদী রক্ষা সংগ্রাম কমিটি আয়োজিত ‘বিশ্ব পানি দিবস’ উপলক্ষে তিস্তা নদী বাঁচানোর দাবিতে মানববন্ধনে তারা এ কথা বলেন।

সংগঠনের আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদ বলেন, আগে তিস্তা নদীতে শুকনো মৌসুমেও ৪ হাজার কিউসেক পানির প্রবাহ ছিল। কিন্তু এখন ৪ থেকে ৫ শত কিউসেক পানি প্রবাহ বিদ্যমান।

আর পানি স্বল্পতার কারণে সাড়ে ৬০ হাজার হেক্টরেরও অধিক জমি বোরো চাষের অনুপযোগী হয়ে পড়েছে।

এ সময় তিনি পানি উন্নয়ন বোর্ডের নদী উন্নয়নের নামে অপরিকল্পিত বাধ নির্মাণ, ভাঙ্গন রোধে নদীর বুকে পাথর ফেলা, ব্লক ফেলা, টি বাঁধ নির্মাণসহ পরিবেশ বিরোধী সকল কাজ বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, জাতীয় মুক্তি কাউন্সিলের আহ্বায়ক ফয়জুল হাকিম লালা, জলজলা- কৃষিজমি-বনভূমি রক্ষা আন্দোলনের আহ্বায়ক শাহাজাহান কবির জহির, ভূমিহীন সমিতির সভাপতি সুবল সরকার, রিভার ইন পিপলস এর সাধারণ-সম্পাদক শেখ রোকন, সিএলএনবি’র চেয়ারম্যান হারুন-অর-রশিদ প্রমুখ।

জেইউ/এএস