বেলুচিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে ৪০ জনের মৃত্যু

  • Emad Buppy
  • March 22, 2014
  • Comments Off on বেলুচিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে ৪০ জনের মৃত্যু
police

pakistanপাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শনিবার দুইটি যাত্রীবাহী বাস ও ট্রাকের  সংঘর্ষে কমপক্ষে ৪০ জনের প্রাণহানী ঘটেছে। এতে আরও অনেকে আহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর ডন নিউজের।

বেলুচিস্তানের হাব এলাকার আরসিডি মহাসড়কে  দ্রুতগতির দুইটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পেট্রোলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে বাস দুটিতে আগুন ধরে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। পেট্রোলের কারণে আগুন মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার ধারণ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া নিহত ৩০ জনের মরদেহ ইধু মর্গে স্থানান্তরিত করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পরপর মহাসড়কে  যান চলাচল বন্ধ হয়ে যায়।  দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরানোর কাজ চলছে।
খবরে বলা হয়েছে, দুর্ঘটনার সময় এক বাসের চালক পেছনের সিটে ঘুমাচ্ছিল আর কন্ডাক্টর গাড়ি চালাচ্ছিল। ফলে চালক অক্ষত রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি।
এস/