
দিনাজপুরের বিরামপুরে একই সময়ে একই স্থানে বিএনপির দুই গ্রুপ পাল্টাপাল্টি সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
বিরামপুর উপজেলা বিএনপির কার্যালয়ের আশপাশের এলাকায় আজ বিকেল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনিরুজ্জামান আল মাসউদ জানান, বিএনপির দুই গ্রুপ একই স্থানে পাল্টাপাল্টি সভা আহ্বান করায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি উপলক্ষে উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী বিএনপি নেতা মঞ্জুর এলাহী চৌধুরী তৃণমূল পর্যায়ের একটি গ্রুপ নিয়ে বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে সভা আহ্বান করে মাইকিং করতে থাকে।
এ সংবাদ জানতে পেরে উপজেলা বিএনপি সভাপতি আশরাফ হোসেন ও সাধারণ সম্পাদক ওমর সেলিম একই সময়ে একই স্থানে সভা আহ্বান করে মাইকিং করে।
এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএনপি অফিস ও এর আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে।
উল্লেখ্য উপজেলা নির্বাচন নিয়ে বিরামপুর উপজেলায় বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে যায়।
আরকে/সাকি