বিভিন্ন জেলার পুলিশ সুপারের রদবদল

  • Emad Buppy
  • March 22, 2014
  • Comments Off on বিভিন্ন জেলার পুলিশ সুপারের রদবদল
EC

ECআগামিকালের উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠূ ও নিরপেক্ষ করার লক্ষ্যে দেশের বিভিন্ন জেলার পুলিশ সুপারদের রদবদল করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারি সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে ঢাকার উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলিয়াস শরীফকে নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

নির্বাচন কমিশন যশোরের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকে উপ-পুলিশ কমিশনার (ডিএমপি) হিসেবে ঢাকায় বদলি করার অনুমোদন দিয়েছেন। জয়দেব কুমারের জায়গায় নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ডিএমপি, পিপিএম-সেবাকে যশোরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম রউফ খানকে বরিশালের উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।

লালমনিরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানকে খুলনায় পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

নির্বাচন কমিশন বরিশালের উপ-পুলিশ কমিশনার টি এম মুজাহিদুল ইসলামকে লালমনিরহাটের পুলিশ সুপার হিসেবে বদলির অনুমোদন দিয়েছে।

এএস