বিজেপি ছাড়ছেন যশবন্ত

Jaswant_Singh

Jaswant_Singhনিজের পছন্দের আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ না পেয়ে অবশেষে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা যশবন্ত সিং। রোববারই দল ছাড়ছেন বলে জানা গেছে। জন্মস্থান রাজস্থানের বারমের থেকে এককভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খবর জিনিউজের।

এবারের লোকসভা নির্বাচনে দলীয়ভাবে রাজস্থানের বারমের থেকে  লড়তে চেয়েছিলেন ৭৬ বছর বয়সী যশবন্ত সিং।   নিজের জন্মস্থান থেকে ২০১৪-র ভোট ভাগ্য পরীক্ষা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু দল তার কথা শোনেনি।  কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কর্ণেল সোনা রাম চৌধুরীকে বারমেরের টিকিট দিয়েছে বিজেপি। এই ঘটনায় ক্ষুদ্ধ হয়ে দল ছেড়ে এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

যশবন্ত সিং অভিযোগ করেন, এই ঘটনা বিজেপির আদর্শের সীমালঙ্ঘন।এই আসন থেকে এবার প্রকৃত ও মেকি বিজেপি প্রার্থীর মধ্যে লড়াই হবে। একমাত্র জনগনই এই রায় নিতে পারেন বলে তিনি জানান।

যশবন্ত সিং রাজস্তানের বারমেন জেলার জাসোল গ্রামের ছেলে। এনডিএ সরকারের আমলে তিনি কেন্দ্রীয় মন্ত্রিপরিষদে ছিলেন।

দলের আরেক প্রবীণ নেতা লালকৃঞ্চ আদভানির পর যশবন্ত সিংয়ের গলাতেও বিদ্রোহের সুর শোনা যাওয়ায় অস্বস্তিতে পড়েছেন  বিজেপি। তবে  প্রকাশ্যে বিষয়টিকে পাত্তা দিতে নারাজ তারা।