
বিয়ের পোশাক পরিহিত অবস্থায় শাকিরার একটি ছবি ঝড় তুলেছে ভার্চুয়াল দুনিয়ায়। স্প্যানিশ ফুটবালার জেরার্ড পিকের সাথে গাঁট-ছাড়া বেঁধে ফেলেছেন এমন মন্তব্যও ছুঁড়ে দিয়েছেন অনেকে। কিন্তু না। শাকিরা জানিয়েছেন, পিকের ঘরনী হতে নয়, বরং তার আগামি অ্যালবামের একটি গানের শুটিংয়ের অংশ হিসেবে বধূ সেজেছেন তিনি। খবর এন্টারটেইনমেন্ট টেলিভিশনের।
গেল বিশ্বকাপে ওয়াকা ওয়াকা দিয়ে ঝড় তুলেছিলেন পৃথিবীজুড়ে এই কলম্বিয়ান গায়িকা। এই গানের শুটিংয়ের ফাঁকে বার্সালোনা তারকা পিকের ফাঁদে পা দিয়ে মন খুঁইয়ে বসেন তিনি। দুজনের প্রেমের সফল পরিণতি স্বরূপ গত বছরের জানুয়ারিতে জুনিয়র পিকে মিলানের আগমন ঘটে পৃথিবীতে।
এইতো কিছুদিন আগে শাকিরাও ঘোষণা দিয়েছিলেন স্পেন-কলম্বিয়ার যৌথ উদ্যোগে পারিবারিক ফুটবল টিম গড়ে তুলতে চান তিনি। এরপর থেকে বাতাসে ভেসে বেড়াচ্ছিল দুজনের বিয়ের খবর। ঠিক সেই মূহূর্তে এই ধরনের একটি ছবি প্রকাশের পর প্রত্যাশিতভাবেই শোরগোল ওঠে ইন্টারনেটে। বিভিন্ন রঙে এবং বিভিন্ন ঢঙে এই খবর চাউর হওয়ার পর অবশেষে মুখ খুললেন শাকিরা।
তিনি জানান, পরবর্তী অ্যালবামের এম্পায়ার গানের জন্য এই বেশ নিয়েছিলেন তিনি।
তিনি আরো জানান,অ্যালবামটি আগামি ২৫ মার্চ মুক্তি পাবে। তবে পিকের সাথে প্রণয়ের পরিণতি সম্পর্কে কিছু জানাননি শাকিরা।