ফরিদপুরে বিশ্ব পানি দিবস পালিত

  • Emad Buppy
  • March 22, 2014
  • Comments Off on ফরিদপুরে বিশ্ব পানি দিবস পালিত

ফরিদপুর ম্যাপফরিদপুরে পালিত হয়েছে বিশ্ব পানি দিবস। দিবসটি উপলক্ষে শনিবার সকালে ফরিদপুরের জেলা প্রশাসনের কার্যালয় হতে একটি র‌্যালি বের হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‌‌আমরা কাজ করি ও ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে ফরিদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আমরা কাজ করি নির্বাহী পরিচালক এম.এ. জলিল, এসডিসি নির্বাহী পরিচালক কাজী আশরাফুজ্জামান, আভা’র নির্বাহী পরিচালক সুরেশ হালদারসহ জেলার বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

কেএফ