
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রাজশাহীর বাগমারা, তানোর ও পুঠিয়ায় শনিবার দিবাগত রাত ১২টা থেকে ২৩ মার্চ রাত ১২টা পর্যন্ত যানবাহন চলাচলের উপর জেলা প্রশাসন এক বিবৃতির মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেছে।
এরমধ্যে রয়েছে বেবী ট্যাক্সি, অটোরিক্সা, ইজিবাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জীপ, পিক-আপ, কার, বাস-ট্রাক, টেম্পু ও মোটরসাইকেল। তবে রিটানিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনী এজেন্ট, দেশী-বিদেশী পর্যটক এবং পরিচয় পত্রধারীর ক্ষেত্রে শিথিলতা রয়েছে।
এছাড়াও নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। আমদানি-রপ্তানি চলমান রাখার স্বার্থে জরুরী পণ্য সরবরাহ ও আন্ত:জেলা যাত্রী পরিবহনে ও রাজশাহী-নাটোর মহাসড়কে ট্রাক ও বাস চলাচলের উপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
এমআই/সাকি