
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী লঞ্চ ও একটি ট্রলার থেকে ৩০ মন জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় ৩ জনকে গ্রেপ্তার করেছে কোস্টর্গাড ও মৎস্য বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. হেলাল মিয়া (৩০), আল-ইসলাম (৩৫), মোস্তফা (২৫) ।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ধলেশ্বরী মোহনায় এম, ভি রাসেল-১ ও একটি ইঞ্জিনচালিত ট্রলার থেকে এসব মাছ উদ্ধার করা হয়।
পাগলা কোস্টগার্ড পেটি অফিসার মো. হানিফ বিষয়টি নিশ্চিত করে জানান, এ সময় ট্রলারটিও আটক করা হয়েছে।
উদ্ধার করা মাছগুলো বিভিন্ন মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়েছে বলে উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান জানিয়েছেন।