
মৃতদেহ উদ্ধারের পর দশ মাস পেরিয়ে গেলেও আজো পরিচয় পাওয়া যায়নি ফরিদপুরের এক হতভাগ্য তরুণীর। পরিচয় না পেয়ে এই হত্যাকাণ্ডের কোনো রহস্য উদঘাটন করতে পারছে না পুলিশ।
জানা গেছে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সদরদি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে গত বছরের ৭ মে মাসে অজ্ঞাত এক তরুণীর (২৪) লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা বাসিন্দারা।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফন করে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি ইউডি মামলা হয়। মামলাটি পরবর্তীকালে অধিকতর তদন্তের জন্য গত ২৩ সেপ্টেম্বর গোয়েন্দা বিভাগে (সিআইডি) ন্যাস্ত করা হয়।
এদিকে ওই তরুণীর মৃত্যুর দশ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি।
ফরিদপুর সিআইডির ইন্সপেক্টর ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আওরঙ্গজেব জানান, মেয়েটির পরিবারের পরিচয় না পাওয়ার কারণে আমরা এই হত্যার রহস্যের কোনো তথ্য উদঘাটন করতে পারছি না।
ছবি দেখে মেয়েটিকে কেউ চিনতে পারলে ০১৭১৬-৫৮১৫৮৭ নম্বরে তথ্য দিয়ে সহায়তা করতে ফরিদপুর সিআইডির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
কেএফ