
চতুর্থ ও পঞ্চম ধাপের নির্বাচনে সহিংসতা রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সশস্ত্র বাহিনীকে ক্ষমতা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার সশস্ত্র বাহিনীকে এক চিঠির মাধ্যমে এ সংক্রান্ত ক্ষমতার কথা জানান ইসি।
চিঠিতে বলা হয়েছে, ২৩ ও ৩১ মার্চ অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে স্বাভাবিক আইনশৃংখলা পরিস্থিতি নিশ্চিত করা, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণসহ যেকোনো সহিংসতা রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে সশস্ত্র বাহিনীর উপস্থিতি কার্যক্রম নির্বাচনী এলাকায় দৃশ্যমান করার জন্য নির্বাচন কমিশন বিশেষভাবে নির্দেশনা প্রদান করেছে।
কোনো রকম দাঙ্গা-হাঙ্গামা বা আইনশৃঙ্খলা পরিপন্থী ঘটনা নজরে আসামাত্র সংশ্লিষ্ট কর্মকর্তা দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮-এর ধারা ১৩১ অনুসারে তাৎক্ষণিক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেন বলেও চিঠিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত. প্রথম ধাপের নির্বাচন মোটামুটি সুষ্ঠুভাবে হলেও দ্বিতীয় ও তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ব্যাপক সহিংসতা ও অনিয়ম ঘটেছে।
সাকি/