
চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) বিক্ষোভ করছে মিথুন টেক্সটাইল অ্যান্ড ড্রাই কারখানার শ্রমিকরা। কারখানায় দুই শিফটের বদলে তিন শিফট চালু করার প্রতিবাদে এই বিক্ষোভ পালন করছে তারা।
শনিবার সকাল ১০টা থেকে কারখানার ভেতর ও প্রবেশপথে উত্তেজিত শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে।
এদিকে অপ্রীতিকর পরিস্থিতির আশংকায় কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইপিজেড থানা সূত্রে জানা যায়, ৪ নম্বর সেক্টরে মিথুন টেক্সটাইল অ্যান্ড ডাইং কারখানায় দুই শিফটের বদলে তিন শিফট চালু করায় অভারটাইম কাজ করতে পাচ্ছে না দুই শতাধিক শ্রমিক। ফলে আগে অভারটাইম করে যে মজুরি পেত বর্তমানে সে পরিমাণ টাকা পাচ্ছে না তারা।
শ্রমিকদের দাবি, তিন শিফট চালু করায় শ্রমিকরা অভারটাইম করতে পারছে না। ফলে নতুন বেতন কাঠামোতে বেতন বাড়লেও তার সুফল পাচ্ছে না শ্রমিকরা। ১২ ঘণ্টা করে দিবা-রাত্রি আবার দুশিফট করার দাবি তাদের।
কারখানার সিনিয়র মার্কেটিং অফিসার মফিজুর কবির জানান, কিছু শ্রমিক অভারটাইম করার দাবিতে বিক্ষোভ করছে। বর্তমানে তিন শিফটে ৮ ঘণ্টা করে কাজের সময় নির্ধারণ করায় অনেকে অভারটাইম করতে পারছেন না । শ্রমিকদের সাথে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।
জানা গেছে, বাড়তি আয় বন্ধ হওয়ায় গত এক মাস ধরে ওই কারখানায় শ্রমিকদের মাঝে অসন্তোষ বিরাজ করছিল।
কেএফ