কুমিল্লায় ৩১ মার্চ পঞ্চম দফা উপজেলা নির্বাচন

  • Emad Buppy
  • March 22, 2014
  • Comments Off on কুমিল্লায় ৩১ মার্চ পঞ্চম দফা উপজেলা নির্বাচন
kumilla

kumillaকুমিল্লার মুরাদনগরে আগামি ৩১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম দফা উপজেলা পরিষদ। নির্বাচনে চেয়ারম্যান পদে আট জন মুখোমুখি হলেও ভোটের মাঠে বেশি দেখা যাচ্ছে দুই দলের দুই উপদেষ্টাকে।

একদিকে আওয়ামী লীগের একক সমর্থিত প্রার্থী মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সৈয়দ আবদুল কাইয়ুম খসরু, অপরদিকে ১৯ দলের একক সমর্থিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া সরকার।

মুরাদনগর ২২টি ইউনিয়ন ও ৩০৮টি গ্রাম নিয়ে গঠিত। ভোর হতেই প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। চলছে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা। এভাবে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিরামহীন চষে বেরাচ্ছেন প্রার্থীরা।

আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম সরকার বলেন, মুরাদনগরে গত ৫ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবদুল কাইয়ুমকেই ভোট দেবে ভোটাররা।

অপরদিকে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী গোলাম কিবরিয়া সরকার জানিয়েছেন, ভোটের মাঠ এখন পর্যন্ত নিরপেক্ষ। তবে, ভোট কারচুপির আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ কারণে তিনি প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান।

পাশাপাশি ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও বিভিন্ন এলাকায় গণসংযোগ চালাচ্ছেন। আওয়ামী লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: রফিকুল ইসলাম সরকার জানালেন, তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হলেও এ উপজেলায় সর্বস্তরের জনগণেরর কাছেই তার বেশ গ্রহণযোগ্যতা রয়েছে। একই সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সানোয়ারা বেগম লুনা (হাঁস) আবারও জয়ের ব্যাপারে আশাবাদী।

ভাইস চেয়ারম্যান পদে ইউসুফ হাকিম সোহেল- সে জামায়েতের। আর মহিলা ভাইস চেয়ারম্যান কাজী তাহমিনা আক্তার মিনা- সে কিছু দিন আগেও মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকার দায়িত্ব পালন করেছে।

এদিকে শুক্রবার সব প্রার্থীকে নিয়ে বৈঠক করেছেন প্রশাসনের কর্মকর্তারা। তাদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছেন। এখন ভোটাররাও অপেক্ষা করছেন পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য।

কেএফ