
নিখোঁজের তিনদিন পর রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসীরা জানায়, শনিবার সকালের দিকে আদার পাহাড় এলাকায় তাদের লাশ ভেসে ওঠে।
নিহতদের নাম আলাউদ্দিন পাটোয়ারী ও আইরিন সুলতানা লিমা। তাদের বাড়ি কুমিল্লায়। তারা যুক্তরাষ্ট্র প্রবাসী।
নিহতদের পরিবার জানায়, যুক্তরাষ্ট্র থেকে দেশের আসার পর তারা রাঙ্গামাটি যায়। বুধবার বিকেলে কাপ্তাই হ্রদে নৌ ভ্রমনের সময় তাদের বহনকারী ট্রলারটি হঠাৎ ডুবে যায়।