আজ মুক্তিযুদ্ধ জাদুঘরের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

  • Emad Buppy
  • March 22, 2014
  • Comments Off on আজ মুক্তিযুদ্ধ জাদুঘরের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
muktijuddho jadughor

muktijuddho jadughorআজ মুক্তিযুদ্ধ জাদুঘরের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সপ্তাহব্যাপী ‘প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা উৎসবের আয়োজন করা হয়েছে।

শনিবার বিকেল ৫টায় সেগুনবাগিচাস্থ জাদুঘর প্রাঙ্গণে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে দি বাংলাদেশ জেনোসাইড ইন কম্পরেটিভ পার্সপেক্টিভ শীর্ষক প্রতিষ্ঠাবার্ষিকী স্মারক বক্তৃতা দেবেন ড. এডাম জোন্স (কানাডা)।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের বার্ষিক প্রতিবেদন পেশ করবেন ট্রাস্টি ও সদস্য সচিব জিয়াউদ্দিন তারিক আলী। সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী বুলবুল ইসলাম। অনীক বসুর পরিচালনায় নৃত্য পরিবেশন করবে স্পন্দন। এছাড়াও সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধের বইমেলার উদ্বোধন করা হবে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ২২ মার্চ সেগুনবাগিচায় একটি পুরনো ভবন ভাড়া নিয়ে যাত্রা শুরু করে মুক্তিযুদ্ধ জাদুঘর। আটজন ট্রাস্টির উদ্যোগে ইতিহাসের স্মারক সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপনের কর্যক্রম শুরু হয়। প্রথম থেকেই ব্যাপকভাবে মানুষের সমর্থন পেয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর। বর্তমানে জাদুঘরের সীমিত পরিসরে প্রায় ১৪শ স্মারক প্রদর্শিত হলেও সংগ্রহভাণ্ডারে জমা হয়েছে ১৫ হাজরেরও বেশি স্মারক।

কেএফ