
দিনাজপুরের হিলিতে শুক্রবার সড়ক দুর্ঘটনায় মজিরন বেওয়া (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহত মজিরন উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত দছিবর রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মজিরন বেওয়া সকাল সাড়ে ১০ টায় হিলি-দিনাজপুর সড়কের সাতকুড়ি রেলগেট এলাকায় রাস্তার পাশে পাতা কুড়াতে আস। এ সময় একটি মাইক্রোবাস তাকে পিছন দিক থেকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে। মাইক্রোবাসটিকে ধাওয়া করলে দ্রুত বাসটি পালিয়ে যায়।
এমএইচএম/সাকি