স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তি দিচ্ছে ইন্দোনেশিয়া

  • syed baker
  • March 21, 2014
  • Comments Off on স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তি দিচ্ছে ইন্দোনেশিয়া
Indosia

Indosiaএশিয়ার উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে ইতোমধ্যেই বিশ্ববাসীর নজর কেড়েছে দিচ্ছে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। বিশেষ করে পর্যটন খাতে দেশটি ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে। বিশ্বসেরা বেলাভূমির এই দেশে এবার স্নাতকোত্তর পর্যায়ে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। সম্প্রতি বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, নন অ্যালাইনড মুভমেন্টের (ন্যাম) সদস্য হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশি শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ দিচ্ছে ইন্দোনেশিয়া। এই বৃত্তির অধীনে বিজ্ঞান, মানবিকতা, সমাজ বিজ্ঞান, প্রকৌশল এবং কৃষিসহ বিভিন্ন বিষয়ে দেশটির নামকরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ মিলবে। পাশাপাশি বৃত্তি প্রাপ্তদের মাসিক ভাতাও প্রদান করবে ইন্দোনেশিয়ার সরকার। আবেদন পত্রসহ প্রয়োজনীয় কাগজ-পত্র জমাদানের শেষ সময় ১ এপ্রিল, ২০১৪।

প্রয়োজনীয় তথ্যের জন্য নিম্নোক্ত লিংকগুলোতে ক্লিক করুন :

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

শিক্ষা মন্ত্রণালয়

ইন্দোনেশিয়ান সরকারের বৃত্তি