
দুই দিনের সফরে ঢাকায় আসছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিসাদা। শুক্রবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবেন তিনি।
শনিবার পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। মন্ত্রীর সাথে আসছেন ২০ সদস্যের অফিসিয়্যাল ডেলিগেশন।
তার এ সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ‘অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি’ স্বাক্ষরের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে তার কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। বৈঠকে বাংলাদেশের আর্থ-সামজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে।
সেদিন রাষ্ট্রীয় অতিথি ভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন জাপানের এই পররাষ্ট্রমন্ত্রী। তার সম্মানে এ মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। ওই দিন সন্ধ্যায় তার ঢাকা ছেড়ে যাবার কথা রয়েছে।
৫ জানুয়ারির নির্বাচন ও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর বাংলাদেশে কোনো উন্নয়ন সহযোগী রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এটাই প্রথম সফর।
কেএফ