বিরলে আচরনবিধি লংঘনের দায়ে ৩ প্রার্থীর জরিমানা

Upazila_Election

উপজেলা নির্বাচনদিনাজপুরের বিরল উপজেলা পরিষদ নির্বাচনে আচরনবিধি লংঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী ২ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থী ১ জনসহ ৩ জনকেজরিমানা করা হয়।

গত বৃহস্পতিবার রাত ৮ টার পর বিরল পৌর শহরে এই ঘটনা ঘটে।

মাইকিং করার অপরাধে চেয়ারম্যান প্রার্থী ড. আনোয়ার চৌধুরী জীবন (কাপ-প্রিচ), আ.ন.ম বজলুর রশিদ (মটর সাইকেল) এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) শাহানাজ পারভীন (প্রজাপতি) সহ প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তোফজ্জল হোসেন।

 আরকে/সাকি