
অনেকেই দীর্ঘদিন ধরে পেটের অসুখে ভুগছেন, কিন্তু চিকিৎসাতো দূরে থাক এখন জানতেই পারেননি সমস্যাটা আসলে কি। এমন দুর্দশাগ্রস্তদের জন্য আশার বাণী শুনিয়েছে তোশিবা। সম্প্রতি প্রতিষ্ঠানটি বাজারে এনেছে ‘ব্রেথলাইজার’ নামের বিশেষ যন্ত্র। যা ৩০ সেকেন্ডেই রোগীর শ্বাস বিশ্লেষণ করে রোগের নাম-ধাম বলে দিতে পারবে। খবর আরব নিউজের।
ব্রেথলাইজারের আকৃতি দেখতে অনেকটা ছোট ডিশ ওয়াশিং মেশিনের মত। এ মেশিনে শ্বাস নেয়ার জন্য একটি ইনহেলার থাকে।
মেশিনেটিতে অ্যাসিটালডিহাইড, মিথেন ও অ্যাসিটোনের তিনটি প্রকোষ্ঠ রয়েছে। এই গ্যাসগুলো রোগ নির্ণয়ে সহায়তা করে।
তোশিবা জানিয়েছে, অসুস্থ ব্যক্তি ইনহেলারের মাধ্যম এই যন্ত্রে শ্বাস প্রদানের সাথে সাথেই কাজ শুরু করে দিবে এবং মাত্র ৩০ সেকেন্ডেই জানিয়ে দিবে তার রোগটি কি।
তোশিবার মতে, এই যন্ত্রটি ডায়বেটিসের মত রোগও নির্ণয় করতে সক্ষম। এছাড়াও পাকস্থলীর সমস্যাসহ অগণিত রোগের আগ্রাসন সম্পর্কিত তথ্য প্রদান করতে পারে।