হাকিমপুর বিএনপির বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

Parul Nahar

Parul Naharদিনাজপুরের হাকিমপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদিকা পারুল নাহারকে বুধবার দলের সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আগামি ৩১ মার্চ অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত  নেয় দলটি।

পঞ্চম দফার এই নির্বাচনে গত ৮ মার্চ অনুষ্ঠিত দলীয় নির্বাচনে বিএনপি উপজেলা শাখা কমিটির সভাপতি অধ্যাপক আকরাম হোসেন মণ্ডলকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এর পূর্বেই পারুল নাহার চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করলেও এবং পরবর্তীতে তার মনোনয়নপত্রটি প্রত্যাহার না করায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিজভী আহমেদের স্বাক্ষরিত ও প্রেরিত এক বার্তায় এই সিদ্ধান্তটি জানানো হয়।

বিএনপি হাকিমপুর উপজেলা শাখা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরী এর সত্যতা নিশ্চিত করেছেন।

এসআই/সাকি