
স্ট্যান্ডার্ড গার্মেন্টসের কারখানা পুড়ে যাওয়ার পর বিমার অর্থ তুলে নিতে অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়টি যাচাই করতে কমিটি গঠন করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
বৃহস্পতিবার সংস্থাটির এক বৈঠকে তিন সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। আইডিআরএ সূত্রে এ তথ্য জানা গেছে।
সংস্থাটির সিনিয়র কনসালটেন্ট এ.কে.এম ইফতেখার আহমেদেকে প্রধান করে এ কমিটি গঠন করা চয়েছে। এছাড়াও কমিটিতে যারা আছেন তারা হলেন- ফরিদুল ইসলাম ও ডিপায়ন চাকমা।
গঠিত কমিটিকে আগামি ৩১ মার্চের মধ্যে আইডিআর-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
জানা গেছে, স্ট্যান্ডার্ড গ্রুপের পলিসি পর্যালোচনা, বিমা দাবি নিস্পত্তির বিস্তারিত তথ্য, জরিপ প্রতিবেদন, পুনঃবিমা সংক্রান্ত তথ্য, দায়ী ব্যক্তি/প্রতিষ্ঠানকে চিহ্নিত করাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করতে এ কমিটি গঠন করা হয়েছে।
প্রকঙ্গত, গত ১৯ মার্চ একটি জাতীয় দৈনিকের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘বিমার টাকা তুলতে অনিয়মের আশ্রয়’ শীর্ষক প্রতিবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার এ তদন্ত কমিটি গঠন করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
জিইউ