সিলেটে অনুষ্ঠিত হলো ট্রান্সেন্ড পার্টনার মিট

  • Emad Buppy
  • March 20, 2014
  • Comments Off on সিলেটে অনুষ্ঠিত হলো ট্রান্সেন্ড পার্টনার মিট
Trancend Partner Meet

Trancend Partner Meetআগামি দিনের প্রযুক্তিপণ্য এবং বাজার পরিস্থিতি নিয়ে সিলেটে অনুষ্ঠিত হলো ট্রান্সেন্ড পার্টনার মিট।

কম্পিউটার সোর্স এর আয়োজনে বুধবার নগরীর জিন্দাবাজার বারুদ খানা মোড়ের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত বৈঠকে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে আগত মোট ২৫ জন তথ্যপ্রযুক্তি পণ্য ব্যবসায়ীর সামনে ট্রান্সেন্ড পণ্যের নানা দিক তুলে ধরেন ট্রান্সেন্ড ইনফরমেশন এর দক্ষিণ এশিয়া অঞ্চলের অ্যাকাউন্ট ম্যানেজার নিক চৌ।

তিনি জানান, সামনের দিনগুলোতে নিরাপত্তা আর সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থার কারণে এইচডি স্ট্রিমিং ক্যামেরার ব্যবহার বাড়বে। ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি বাড়বে ডেটা স্টোরেজের চাহিদা। অফিস, বাসা এবং চলার পথ সব জায়গাতেই যেন ডিভাইসের সুবিধা পাওয়া যায় সেদিকটা বিবেবচনায় এনেই ট্রান্সেন্ড বাংলাদেশের বাজারে বেশ কিছু নতুন ডিভাইস অবমুক্ত করেছে।