
গরমে লেবুর শরবতের দিকে মানুষের ঝোঁক বেড়ে যাওয়ায় বাজারে এখন লেবুর দাম খুব চড়া। মানভেদে একহালি লেবু বিক্রি হচ্ছে ৬০ টাকায় ।
বৃহস্পতিবার রাজধানীর মালিবাগ কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, একহালি এলাচি লেবু ৬০ টাকা, কলম্বো লেবু ৪০ টাকা, কাগজি লেবু ৫০ টাকা এবং ছোট আকারের কোনো কোনো লেবু ৩০ টাকা হালিতেও বিক্রি হচ্ছে।
সবজি ব্যবসায়ী মো. সারওয়ার হোসেন বলেন, লেবুর দাম বেশি হওয়ার কারণ হলো- এখন সব জায়গায় লেবুর শরবত বিক্রি হচ্ছে, এজন্য পাইকারি বাজার থেকেও বেশি দামে লেবু কিনতে কিনতে হচ্ছে। আর বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।
আজকের বাজার চিত্র :
কাঁচাবাজার :
কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি শসা ৪০ টাকা, কাঁচামরিচ ৬০ থেকে ৭০ টাকা, লম্বা বেগুন ৪০ টাকা, গোল বেগুন ৬০ টাকা, শিম ৩০ থেকে ৫০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, আলু ১৪ থেকে ১৫ টাকা, গাজর ২০ টাকা, করলা ৭০ টাকা, উস্তা ৫০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পটল ৬০ থেকে ৭০ টাকা, পেঁপে ১৫ টাকা, কচুর লতি ৬০ টাকা, বরবটি ৭০ টাকা, টমেটো ৪০ টাকা, ক্যাপসিক্যাম ১৫০ টাকা ও মটরশুঁটি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া, প্রতিটি ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা, ব্রকলি (সবুজ ফুলকপি) ৩০ টাকা, বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ থেকে ১০০ টাকা ও লাউ ৪০ থেকে ৪৫ টাকা, জালি কুমড়া ৫০ টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে এবং প্রতিহালি কাঁচকলা ৩০ টাকা ও লেবু ৩০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া, বাজারে লালশাক, লাউশাক,কুমড়াশাক, ডাটাশাকসহ নানা ধরনের শাকের আঁটি ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে এবং লেটুস পাতা প্রতিটি ১০ টাকা, পুদিনাপাতা ১০০ গ্রাম ৩০ টাকা, ধনেপাতা প্রতি ১০০ গ্রাম ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মুদি :
মুদি দোকান ঘুরে দেখা গেছে, প্রতিকেজি দেশি পেঁয়াজ ৩২ থেকে ৩৫ টাকা, ভারতীয় পেঁয়াজ ২৮ টাকা, চায়না বড় রসুন ৭০ টাকা, দেশি রসুন ৮০ টাকা, একদানা রসুন ৯০ থেকে ১০০ টাকা, চায়না আদা ১৯৫ থেকে ২০০ টাকা,মায়ানমারি আদা ১৪৫ থেকে ১৫০ টাকা, ইন্দোনেশিয়ান আদা ১৪০ থেকে ১৫০ টাকা, শুকনা মরিচ ১৮০ টাকা, হলুদ ১২০ টাকা, হলুদের গুঁড়া ১৬০ টাকা, মরিচের গুঁড়া ২২০ টাকা, ধনিয়া ৭৫ টাকা, আটা (২ কেজির প্যাকেট) ৭৫ টাকা, ময়দা ( ২ কেজির প্যাকেট) ৮৫ টাকা, দারুচিনি ৩০০ টাকা, এলাচি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৭০০ টাকা, জিরা ৩৫০ টাকা থেকে ৪৫০ টাকা, ভেশন ৫০ টাকা, দেশি মশুর ডাল ১০৫ টাকা, ভারতীয় মশুর ডাল ৭০ টাকা, খেসারি ডাল ৪২ টাকা, মুগ ডাল ১২৫ টাকা, ছোলা ৫০টাকা, অ্যাংকর ডাল ৪০ টাকা, মাসকলাই ১০০ টাকা, খোলা চিনি ৪৪ টাকা, প্যাকেট চিনি ৫২ টাকা ও প্রতি লিটার সয়াবিন খোলা ১১৫ টাকা ও বোতলজাত সয়াবিন ১১৯ টাকা হিসেবে বিক্রি হচ্ছে।
চাল :
আজ চালের বাজারে প্রতিকেজি নাজিরশাইল ৫২ থেকে ৬০ টাকা, মিনিকেট ৫২ থেকে ৫৩ টাকা, লতা আটাশ ৩৮ থেকে ৪০ টাকা, মোটা চাল ৪২ টাকা, জিরা নাজির ৫২ টাকা, আটাশ ৪৫ টাকা, পাইজাম ৪০ টাকা, চিনি গুড়া ১১০ টাকা, পারিজা ৩৮ টাকা, বিআর-২৮-৪৪ টাকা,বিআর-২৯-৪৪ টাকা, হাসকি ৪২ টাকা, স্বর্ণা ৩২ টাকা থেকে ৩৪ টাকা দরে বিক্রি হচ্ছে।
ডিম :
আজকে বাজারে প্রতি হালি ফার্মের মুরগির লাল ও সাদা ডিম ২৭ থেকে ২৮ টাকা, হাঁসের ডিম ৩২ টাকা, পাকিস্তানি মুরগির ডিম ৪০ টাকা, দেশি মুরগির ডিম ৪০ টাকা হালি দরে বিক্রি হতে দেখা গেছে।
মাছ :
আজকের মাছ বাজারে ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের বেশি প্রতিহালি ইলিশ ২ হাজার ৪০০ টাকা। জাটকা ইলিশ ৩৫০ টাকা, কাতল মাছ ৩৫০ টাকা, রুই মাছ ৩০০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা, চায়না পুঁটি ১৩০ টাকা, পাঙ্গাস ১২০ থেকে ১৪০ টাকা, চিংড়ি (বড়) ১ হাজার ২০০ টাকা, চাষের কৈ ২৬০ টাকা, সিলভার কার্প ১২০ টাকা, শিং মাছ ৮০০ টাকা, বজরি টেংরা ৩৫০ টাকা, নলা মাছ ২৩০ টাকা, আইড় মাছ ৭০০ টাকা, কার্ফু মাছ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শুঁটকি মাছ :
শুঁটকি মাছ প্রতি ১০০ গ্রাম চিংড়ি শুঁটকি মানভেদে ৩০ টাকা থেকে ৭০ টাকা, টাকি ৬০ টাকা, কাচকি ৬০ টাকা, লইট্যা শুঁটকি ৪০ থেকে ৫০ টাকা, বাইম মাছের শুঁটকি ৮০ টাকা, চাপিলা শুটকি ৬০ টাকা, পুঁটি মাছের শুঁটকি ৬০ টাকা, নলা মাছের শুঁটকি ৬০ টাকা, চান্দা মাছের শুঁটকি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া, প্রতি কেজি ইলিশ মাছের শুঁটকি ৭০০ টাকা ও কাইলা শুঁটকি ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাংস :
মাংসের বাজারে গরুর মাংস ২৮০ টাকা, খাসির মাংস ৫০০ টাকা দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪১৫ টাকা, ব্রয়লার মুরগি ১৪০ টাকা টাকা, লেয়ার মুরগি ১৬০ টাকা, হাঁস ৩০০ টাকা, ভেড়া ও ছাগীর মাংস ৪৫০ টাকা এবং কবুতরের বাচ্চা ২৬০ টাকা জোড়া হিসেবে বিক্রি হচ্ছে।
ফল :
আজ ফলের বাজারে চায়না ফুজি আপেল ১৪০ টাকা, গোল্ডেন আপেল ১৮০ টাকা, বড় কমলা ২৫০ টাকা ডজন, মাঝারি সাইজের কমলা ডজন ২০০ টাকা, বেদানা ২২০ টাকা, মালটা ১২০ টাকা, কালো আঙ্গুর ২২০ টাকা, সাদা আঙ্গুর ১৬০ টাকা, লালমনি আম ৩০০ টাকা, স্ট্রবেরি ২০০ টাকা, পেয়ারা ১৫০ টাকা, নারকেল বড়ই ১০০ টাকা, আপেল বড়ই ১০০ টাকা, বাউকুল ৮০ থেকে ১০০ টাকা, বেল ৪০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এসএস/এআর