লুজারের শীর্ষে কোহিনূর ক্যামিকেল

  • mukto rani
  • March 20, 2014
  • Comments Off on লুজারের শীর্ষে কোহিনূর ক্যামিকেল
Kohinoor

Kohinoorবৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লুজারের শীর্ষ স্থানে উঠে এসেছে কোহিনূর ক্যামিকেলের শেয়ার। এদিন কোম্পানিটরি শেয়ার দর ৩২ টাকা বা ৮ শতাংশ কমে লুজারে নেমে যায়।

বৃহস্পতিবার কোম্পানিটির এক হাজার শেয়ার মাত্র দুই বার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৩২৬ কোটি ৮৬ লাখ টাকা।

এছাড়া দ্বিতীয় স্থানে থাকা আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর কমেছে ২ টাকা বা ৪ দশমিক ৩২ শতাংশ,মেঘনা কনডেন্স মিল্কের ৩০ পয়সা বা ৩ দশমিক ২৩ শতাংশ,কে এন্ড কিউ কোম্পানির ৫ পয়সা বা ২ দশমিক ৬৬ শতাংশ,রহিমা ফুডের ৪ পয়সা বা দশমিক ৭৬ শতাংশ,মেঘনা সিমেন্টের ৩ টাকা বা ২ দশমিক ৪৪ শতাংশ,জিপি এইচ ইস্পাতের ৯ পয়সা বা ১ দশমিক ৮৪ শতাংশ,প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৩ টাকা বা ২ দশমিক ৫৯ শতাংশ,সিনোবাংলা ইন্ডাস্ট্র্রিজের ৬ পয়সা বা ২ দশমিক ২০ শতাংশ এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ২১ টাকা বা ২ দশমিক ২৫ শতাংশ শেয়ার দর কমেছে।

অর্থসূচক/এসএ/এমআরবি/