
রিহ্যাবের অতিরিক্ত সচিব মো.হেলাল উদ্দিন বলেন, রাজউকের উদ্দেশ্য একটি পরিকল্পিত নগর গড়ে তোলা। রাজউকের এ উদ্দেশ্যের সাথে রিহ্যাবের কার্যক্রমের মিল রয়েছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অন্যান্য বছর নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারিতে রিহ্যাব মেলার আয়োজন করা হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে এ বছর মার্চ মাসে মেলার আয়োজন করা হয়েছে বলে জানালেন রিহ্যাব কতৃপক্ষ।
বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে মো.হেলাল উদ্দিন বলেন, বর্তমানে রাজউকের এলাকা ১ হাজার ৫২৮ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এসব এলাকা ৮ জোনে ভাগ করা হয়েছে। এছাড়া নকশা অনুমোদনের কাজ শুরু করেছে রাজউক। এ কাজ সম্পন্ন করতে প্রচুর জনবল নিয়োগ করা হয়েছে। এটি বাস্তবায়ন করা গেলে ভোগান্তি অনেক কমে যাবে বলে জানান তিনি।
উল্লেখ্য, রিহ্যাবের এ মেলা ২০ মার্চ থেকে শুরু হয়ে চলবে আগামি ২৪ মার্চ পর্যন্ত। এবারের মেলায় ১৫৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এর মধ্যে রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার প্রতিষ্ঠান ১৪১টি, ভবন নির্মাণ সামগ্রীর এবং অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান ১৪টি।
এএস