
গ্রেপ্তার হওয়া তিন বাসশ্রমিকের মুক্তির দাবিতে পাবনা জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে এ ধর্মঘট শুরু হয়।
বুধবার রাতে পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন জরুরি বৈঠক করে এ ধর্মঘটের ডাক দেয়।
সকাল থেকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ সব সড়কপথে যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
পাবনা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ হোসেন জানান, গত শুক্রবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী কাব্য পরিবহনের এক যাত্রীর আট লাখ টাকা খোয়া যায়।
জেলা শ্রমিক ইউনিয়ন নেতারা জানান, ১৪ মার্চ ভোরে যাত্রীবাহী একটি কোচ ঢাকা থেকে পাবনায় আসার পথে ওই বাসের এক যাত্রীর আট লাখ টাকা খোয়া যায়। ওই যাত্রী টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় অভিযোগ করেন। কালহাতি থানা পুলিশ বিষয়টি সিরাজগঞ্জের শাহজাদপুর থানাকে জানালে পুলিশ ওই এলাকায় পৌঁছলে গাড়িটি থামিয়ে চালকসহ তিনজনকে আটক করে।
ওই যাত্রী টাঙ্গাইলের কালীহাতি থানায় একটি মামলা করেন। পুলিশ আটক করা মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠায় ও রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। গতকাল আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এতে শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
এ ঘটনার প্রতিবাদে এবং আটককৃত পরিবহন শ্রমিকদের অবিলম্বে নি:শর্ত মুক্তির দাবিতে পাবনা জেলায় আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।
কেএফ