ঢাবিতে ছাত্রলীগ এক নেতাকে কুপিয়েছে অপর নেতা

du-ঢাকা বিশ্ববিদ্যালয়

du-ঢাকা বিশ্ববিদ্যালয়একই হলের অপর এক নেতাকে চাপাতি, রড এবং স্ট্যাম্প দিয়ে মারাত্মকভাবে জখম করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি মেহেদি হাসান।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় ওই নেতাকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে ভর্তি করা হয়। ওই নেতার নাম মাহমুদুল সুজন। তিনি হলের যুগ্ম সাধারণ সম্পাদক  এবং ঢাবির মুক্তিযুদ্ধ বিষয়ক সংগঠন শ্লোগান-৭১ এর সাধারণ সম্পাদক।

জানা যায়, রাত ৩ টার দিকে মদ পান করে হলে এসে সুজনকে ফোন করে রুমে ডাকেন বহিষ্কৃত হল সভাপতি মেহেদী হাসান। সুজন ঘুমিয়ে থাকায় রুমে আসতে অস্বীকৃতি জানান। ভোর ৫ টার দিকে আবার সুজনকে ফোন দিয়ে রুমে ডাকেন মেহেদী।

পরে মেহেদীর ডাকে সুজন সাড়া দিলে মেহেদী তার রুমেই এলোপাতাড়ি কোপাতে কুপিয়ে জখম করে।

পরে আহত   অবস্থায় হলের অন্য ছাত্ররা সুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে ভর্তি করে।

এএইচ/সাকি