
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল এবং অমর একুশে হল ছাত্রলীগের মধ্যে ত্রিমূখী সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় কার্জন হলে এ সংর্ঘষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার কার্জন হলের সিড়িতে অমর একুশে হলের ফিসারিজ ১ম বর্ষের শিক্ষার্থী সৈকতের সঙ্গে শহীদুল্লাহ হলের পদার্থ বিজ্ঞানের ৪র্থ বর্ষের শিক্ষার্থী কাজলের গায়ে ধাক্কা লাগে। এর জের ধরে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে কাজল সৈকতকে চড় মারে। পরবর্তীতে সৈকত হলের শিক্ষার্থীকে নিয়ে কাজলকে পিটিয়ে আহত করে। ঘটনাটি হল শাখা ছাত্রলীগের উপর পর্যায়ে গড়ায়। পরে তারা গতকালই হল শাখার নেতাকর্মীরা বসে মৌখিক মীমাংসা করে দেয়।
দুই হলের নেতাকর্মীরা ঘটনাটি মিটমাট করে দেওয়ার জন্য আবারো কার্জন হলে বসলে দুই গ্রুপের মধ্যে আবারো কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি ঠেকাতে ফজলুল হক মুসলিম হল শাখার ছাত্রলীগ কর্মী মাস্টার্সের শিক্ষার্থী টুটুল, বোটানির ৪র্থ বর্ষের তানভীরসহ তিন চারজন এগিয়ে আসলে শহীদুল্লাহ হল শাখার নেতাকর্মীরা তাদের উপর চড়াও হয়।
এতে তিন হলের ছাত্রলীগের মধ্যে সংর্ঘষ বেধে যায়। এতে ফজলুল হক মুসলিম হলের টুটুল, তানভীরসহ অমর একুশে হলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আহত হয়।
এদের মধ্যে, কাজল, টুটুলকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এএইচ/সাকি