
অবশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূচক বাড়তে শুরু করেছে। লেনদেনের শুরুতে সূচক কিছুটা কমতে থাকে। তবে বেলা সাড়ে এগারোটায় সূচক ডিএসই প্রধান সূচক বেড়েছে ১৮ পয়েন্টে। এসময়ে অন্য সূচক ও বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক বেড়েছে এই সময়ে।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স বা প্রধান সূচক অবস্থান করছে ৪ হাজার ৫৩৭ পয়েন্টে। এই সময়ে ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৮৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৩০ পয়েন্টে।
ডিএসইতে লেনদেন হয়েছে ৫২ কোটি ২৬ লাখ টাকার। মোট লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার।এর মধ্যে দর বেড়েছে ১৬৮টির কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)সিএসই ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ২৫ পয়েন্টে। এ সময়ে সিএসইর অনান্য সূচকও বেড়েছে। লেনদেন হয়েছে ১০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির।
অর্থসূচক/এমআরবি/