২৬ মার্চ খুলনার সাতটি স্পটে জাতীয় সংগীতের আয়োজন

  • Emad Buppy
  • March 19, 2014
  • Comments Off on ২৬ মার্চ খুলনার সাতটি স্পটে জাতীয় সংগীতের আয়োজন
khulna-map

khulna-mapখুলনা মহানগরীর সাতটি স্পটে ২৬ মার্চ বেলা ১১টায় সহস্রকন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের আয়োজন করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে।

বুধবার বিকেলে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা গাজী জাকির হোসেন বিষয়টি জানিয়েছেন।

তিনি আরও জানান, সাতটি স্পট হচ্ছে খুলনা জেলা স্টেডিয়াম, রূপসা ঘাট এলাকা, পাবলিক হল চত্বর, বয়রা মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠ, খালিশপুর হাজী মুহাম্মদ মহসিন কলেজ মাঠ, দৌলতপুর শহীদ মিনার চত্বর এবং শিরোমনি মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্য প্রাঙ্গন।

এ সকল স্থানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, যুবক, বৃদ্ধাসহ আপামর জনগণ অংশগ্রহণ করে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন।