
জনপ্রশাসনের সাত সচিবকে জ্যেষ্ঠ সচিবে পদোন্নতি দিয়েছে সরকার। এ নিয়ে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা দাঁড়ালো ১২ তে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাদের জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদকে নতুন জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন। জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বাণিজ্য সচিব মাহবুব আহমেদ, পরিকল্পনা কমিশনের সদস্য হেদায়েতুল্লাহ আল মামুন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খান, স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেন এবং ভূমি সচিব মো. শফিউল আলমকেও জ্যেষ্ঠ সচিব করা হয়েছে।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব শেখ আলতাফ আলী, সংসদ সচিবালয়ের সচিব আশরাফুল মকবুল, স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুস্তাক আহমেদ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বিকল্প নির্বাহী পরিচালক ইকবাল মাহমুদ এবং বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ তারেক জ্যেষ্ঠ সচিব হিসাবে বর্তমানে কর্তব্যরত আছেন।
উল্লেখ্য, বর্তমানে জ্যেষ্ঠ সচিব এবং সচিব পদমর্যাদায় ৬৯ জন কর্মকর্তা আছেন।