
গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন আগামি ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। বুধবার দুপুরে নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহনেওয়াজ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
গত ১৫ মার্চ এই উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এর আগে প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘাতের পরিপ্রেক্ষিতে গত ১১ মার্চ তা স্থগিত করে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, শ্রীপুর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল জলিল ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইকবাল হোসেন সবুজের কর্মী-সমর্থকের মধ্যে গত ৮ মার্চ শনিবার দফায় দফায় সংঘর্ষে প্রায় চার ঘণ্টার জন্য রণক্ষেত্রে পরিণত হয় শ্রীপুর পৌর শহর।
এ ঘটনায় শ্রীপুর থানার সেকেন্ড অফিসার জিয়াউল ইসলামসহ ২৫ নেতা-কর্মী গুলিবিদ্ধ হন আহত হন কমপক্ষে ৬৫ জন।পরবর্তীতে তাদের একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আল আমীন নামে ওই যুবক শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আইনবিষয়ক সহ-সম্পাদক বলে জানা যায়।